ফেসবুক, গুগলের কাছে ট্যাক্স আদায় করছে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ১১:২৪ এএম, ২১ মার্চ ২০১৭

সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ও জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মতো অন্যান্য বহুজাতিক প্রতিষ্ঠানের কাছে ট্যাক্স আদায় করছে অস্ট্রেলিয়া। দেশটির সরকার বলছে, বহুজাতিক প্রতিষ্ঠানগুলো তাদের আয়ের ওপর ভিত্তি করে ট্যাক্স পরিশোধ করছে।

ট্যাক্স ব্যবস্থাপনায় পরিবর্তনের কারণে চলতি বছরে দেশটিতে অতিরিক্ত আরও দেড়শ কোটি মার্কিন ডলার ট্যাক্স বাড়বে। সেদেশে বৈশ্বিক যেসব কোম্পানির বার্ষিক আয়ের পরিমাণ এক বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের বেশি; সেসব প্রতিষ্ঠানকে ট্যাক্স পরিশোধ করতে হবে।

প্রতিষ্ঠানগুলো যদি ট্যাক্স পরিশোধ না করে, তাহলে অতিরিক্ত ৪০ শতাংশ জরিমানা গুণতে হবে বলে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে। 

অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী স্কট মরিসন বলেছেন, অস্ট্রেলিয়া ট্যাক্স অফিসকে লোকবল, সম্পদ ও জরিমানার ক্ষমতা দেয়া হয়েছে। দেশটির কর বিভাগ ইতোমধ্যে বড় ধরনের ৫৯টি বৈশ্বিক বহুজাতিক প্রতিষ্ঠানে পরিদর্শন করেছে।

২০১৫ সালের শুরুর দিকে অস্ট্রেলিয়ায় মাল্টিন্যাশনাল অ্যান্টি অ্যাভয়ডেন্স আইনের প্রস্তাব আনা হয়। দেশটির সরকার বলছে, অস্ট্রেলিয়ায় কার্যক্রম পরিচালনাকারী ৩০ বহুজাতিক প্রতিষ্ঠানের মধ্যে অল্প কিছু কোম্পানি তাদের মুনাফার ওপর সামান্য পরিমাণে ট্যাক্স পরিশোধ করেছে অথবা করে নাই।

সূত্র : বিবিসি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।