ভারতের চেয়ে বেশি সুখী বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৩২ এএম, ২১ মার্চ ২০১৭

বিশ্বের সুখী দেশের তালিকায় ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭ অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১০ এবং ভারতের অবস্থান ১২২। জাতিসংঘের উদ্যোগে বিশ্বের ১৫৫ সুখী দেশের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে।

এর আগে ২০১৫ সালের রিপোর্ট অনুযায়ী ভারতের অবস্থান ছিল ১১৮। কিন্তু চলতি বছরের রিপোর্ট অনুযায়ী নিজের অবস্থান থেকে ছিটকে নিচে নেমে গেছে দেশটি।

সুখী দেশের তালিকায় পাকিস্তানও পেছনে ফেলেছে। এই তালিকায় চীন রয়েছে ৭৯, পাকিস্তান ৮০, নেপাল ৯৯, বাংলাদেশ ১১০, ইরাক ১১৭ এবং শ্রীলঙ্কার অবস্থান ১২০।

তালিকার শীর্ষ দশ দেশের মধ্যে নরওয়ের পরেই রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। এই তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান ১৪তম।

এদিকে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুখী দেশ হিসেবে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত রয়েছে ২১তম অবস্থানে। এর পরেই কাতার ৩৫, সৌদি আরব ৩৭, কুয়েত ৩৯ এবং বাহরাইন রয়েছে ৪১তম অবস্থানে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।