চীনে সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড


প্রকাশিত: ০১:২৭ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

রাষ্ট্রের গোপন তথ্য ফাঁসের অভিযোগে চীনে গাও ইউ নামে এক সিনিয়র সাংবাদিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বেইজিংয়ের একটি আদালত বলেছে, ৭১ বছর বয়সী ওই সাংবাদিক রাষ্ট্রের গোপন তথ্য অবৈধভাবে বিদেশিদের কাছে ফাঁস করেছেন। তবে কোন ধরনের তথ্য ফাঁস করা হয়েছে তা প্রকাশ করেনি দেশটির সরকার।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এটি বিচারের নামে কাউকে অপমান করা। সংগঠনটির চীনা গবেষক উইলিয়াম নী বলেছেন, গাও রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার শিকার। যা মানবাধিকারকর্মীদের মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।

গাওয়ের আইনজীবী শ্যাং বাওজুন বলেছেন, তারা ওই রায়ে হতাশ হয়েছেন। গাওকে ২০১৪ সালের এপ্রিলে আটক করা হয়। এরপর সরকারি টেলিভিশনে সিসিটিভির বরাত দিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। যাতে গাও বড় ধরনের ভুল করেছেন বলে স্বীকার করেন।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।