মধ্যপ্রাচ্যে সবচেয়ে সুখী আমিরাত


প্রকাশিত: ০৪:৪৮ এএম, ২১ মার্চ ২০১৭

মধ্যপ্রাচ্যের সবচেয়ে সুখী দেশ সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০১৭ অনুযায়ী তৃতীয়বারের মত মধ্যপ্রাচ্যের সুখি দেশের তালিকায় শীর্ষে স্থান করে নিয়েছে আরব আমিরাত।

জাতিসংঘের উদ্যোগে বিশ্বের ১৫৫ সুখী দেশের তালিকা তৈরি করা হয়েছে। ওই তালিকার শীর্ষে রয়েছে নরওয়ে।

অপরদিকে, তালিকায় মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত রয়েছে ২১তম অবস্থানে। এর পরেই রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। তালিকায় কাতারের অবস্থান ৩৫, সৌদি আরবের অবস্থান ৩৭, কুয়েতের অবস্থান ৩৯ এবং বাহরাইন রয়েছে ৪১তম অবস্থানে।

অর্থাৎ এই তালিকা অনুয়ায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে সুখী দেশ হলো আরব আমিরাত।

সুস্বাস্থ্যের দিক থেকে বিশ্বের প্রথম, অর্থনীতিতে দ্বিতীয় এবং আরাম আয়েশে চতুর্থ অবস্থানে রয়েছে দেশটি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।