মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের তদন্তে এফবিআই
গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে এফবিআই। সংস্থাটির পরিচালক জেমস কমি এই প্রথম তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
জেমস কমি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনে আড়ি পেতেছিল এমন অভিযোগের বিরুদ্ধে তার সংস্থা কোনো প্রমাণ পায়নি।
তিনি এ সংক্রান্ত প্রমাণাদি কংগ্রেসের গোয়েন্দা কমিটির কাছে হস্তান্তর করেছেন।
নির্বাচন সম্পর্কে ট্রাম্প প্রশাসন বলছে, কোনো কিছুই পরিবর্তন করা হয়নি। নির্বাচনে জেতার জন্য রাশিয়ার সঙ্গেও তাদের কোনো যোগাযোগ হয়নি।
রাশিয়ার তরফ থেকে বরাবরই মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করা হয়েছে।
জেমস কোমি জানিয়েছেন, মার্কিন নির্বাচনে বিজয়ী ট্রাম্পের লোকজনের সঙ্গে রুশ সরকারের কোনো ব্যক্তির যোগাযোগ ছিল কি না এবং ট্রাম্প শিবির ও রুশ সরকারের মধ্যে কোন সমন্বয় ছিল কিনা সেটাও তদন্তের আওতায় থাকবে।
কংগ্রেসের গোয়েন্দা কমিটির এক শুনানিতে এসব কথা জানান তিনি। ওই শুনানি জনগণের জন্য উন্মুক্ত ছিল।
নির্বাচনে কোনো ধরনের অপরাধ করা হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হবে। কমি বলেছেন, এই তদন্ত বেশ জটিল। তবে এই তদন্ত কবে নাগাদ শেষ হবে তার সময় উল্লেখ করেননি তিনি।
টিটিএন/জেআইএম