শুভেচ্ছা-অভিবাদন তামিমকে


প্রকাশিত: ১১:৫৭ এএম, ১৭ এপ্রিল ২০১৫

অনেক দিন পর পুরনো ফর্মে ফিরেছেন তামিম ইকবাল। ১৩২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজ ঘরে ফিরে গেলেন তিনি। তবুও তাকে শুভেচ্ছা, অভিবাদন তামিমকে।

পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারে পঞ্চম শতক হাঁকিয়ে নিজের স্বরূপে ফিরলেন তামিম ইকবাল। একইসঙ্গে মারকুটে ব্যাটিংয়ে একের পর এক চার-ছক্কা হাঁকিয়ে রাজকীয় ভঙ্গিতে সমালোচকদের জবাব দিলেন তিনি।

প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি দেশসেরা এই ওপেনার। বিশ্বকাপের ফ্লপ হলেও একাদশেও পেয়েছিলেন ঠাঁই। আর এ কারণে সমর্থকদের কাছ থেকে কম দুয়োধ্বনি শুনতে হয়নি বাঁহাতি এই ব্যাটসম্যানকে।

তবে শুক্রবার যেন নতুন রূপে মেলে ধরলেন নিজেকে। অবশেষে পাকিস্তানি বোলারদের ওপর ত্রাস ছড়িয়ে নিজের ব্যাটের ধার দেখালেন বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যান।

ম্যাচের প্রথম থেকেই সাবলীল ভঙ্গিতে খেলতে থাকেন চট্টগ্রামের এই ক্রিকেটার। পাকিস্তানি ফাস্টবোলার রাহাত আলি ও জুনায়েদ খানকে অফ ড্রাইভ ও স্কয়ার ড্রাইভে একের পর এক চার মেরে ফর্মে ফেরার ইঙ্গিত দেন তিনি। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বিশাল বিশাল ছক্কা হাঁকিয়ে মিরপুরের গ্যালারি মাতান তামিম।

১১১ বল খেলে ১২টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়ে তামিম তুলে নেন তার পঞ্চম শতক। তামিম ইকবাল ১৪১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৪১২৫ রান সংগ্রহ করেছেন। এক ইনিংসে তার সর্বোচ্চ রান ১৫৪।

এসএ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।