ঘানায় ঝড়ে গাছ ভেঙে পড়ে নিহত ২০


প্রকাশিত: ০৪:১৫ এএম, ২০ মার্চ ২০১৭

ঘানায় ঝড়ের প্রকোপে বিশালাকার একটি গাছ ভেঙে চাপা পড়ে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অনেকে।

সোমবার ঘানার কিনটাম্পো এলাকার জনপ্রিয় একটি জলপ্রপাতে গাছটি ভেঙে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ সময় ওই জলপ্রপাতে অনেকে সাঁতার কাটছিলেন।

দেশটির জাতীয় ফায়ার সার্ভিসের মুখপাত্র প্রিন্স বিলি অ্যানাঙ্গেলেট বলেন, ব্রঙ-আহাফো অঞ্চলের কিনটাম্পো জলপ্রপাতে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ১৮ শিক্ষার্থী নিহত ও হাসপাতালে অপর দুইজনের মৃত্যু হয়।

পরে দুর্ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি যৌথ দল গাছ ভেঙে আটকে পড়াদের উদ্ধার করে।

দুর্ঘটনার শিকার অধিকাংশরাই ওয়েনচি সিনিয়র হাইস্কুলের শিক্ষার্থী ও অন্যরা পর্যটক বলে জানা গেছে। আহতদের সংখ্যা ২০ এর অধিক। তাদের কিনটাম্পো মিউনিসিপল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।