ডাকাতি হওয়া ৭০ বস্তা চাল উদ্ধার : আটক ৪
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার একটি চাতালের তালা ভেঙে ডাকাতির ঘটনায় ৭০ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়।
পলাশবাড়ী থানা ও ধাপেরহাট পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজার থেকে বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চাল উদ্ধার ও তাদের আটক করা হয়।
ধাপেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দন জানান, পলাশবাড়ী উপজেলার রাইগ্রামের আনিস মিয়ার চাতালের তালা ভেঙে ও নৈশ প্রহরী আব্দুল হাইকে বেঁধে রেখে মঙ্গলবার ভোর রাতে ২৫০ বস্তা চাল ডাকাতি করে ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র। পরে চালের বস্তাগুলি ট্রাকে করে সাদুল্যাপুর উপজেলার বকশিগঞ্জ বাজারের একটি ঘরে রাখে তারা।
পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বৃহষ্পতিবার চাল উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবরে অভিযান চালিয়ে ৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। এসময় ৪ জনকে আটক করা হয়। বাকী চাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। এঘটনায় চাতাল মালিক আনিস মিয়া বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানাতে চাননি।
এমএএস/আরআই