হোয়াইট হাউসে বোমাতঙ্ক


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১৯ মার্চ ২০১৭

গাড়িতে বোমা আছে এমন দাবি করে হোয়াইট হাউসের চেক পয়েন্টে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক ব্যক্তিতে আটক করা হয়েছে। শনিবার রাতে ওই ঘটনা ঘটেছে। খবর বিবিসি, সিএনএন।

সিএনএন জানিয়েছে, ওই ব্যক্তির গাড়িতে আসলেই বোমা বা এ ধরনের কোনো ডিভাইস ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে ওই ঘটনার পর হোয়াইট হাউসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ গাড়িটি তল্লাশি করছে। নিরাপত্তার কারণে আশেপাশের রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে।

শনিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে গাড়ি নিয়ে প্রবেশের চেষ্টা চালায় অজ্ঞাত এক ব্যক্তি। ওই ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ছিলেন না। তিনি সেসময় ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ছিলেন।  

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।