স্পেনকে আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ১২:০৩ পিএম, ১৬ এপ্রিল ২০১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশে বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, টেলিকমিউনিকেশন, আইসিটি এবং জাহাজ তৈরি খাতে স্পেনকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত লুইস তেজাদা ক্যাকন প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন। প্রধানমন্ত্রী বাংলাদেশ ও স্পেনের বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, বিদায়ী রাষ্ট্রদূতের চার বছর কার্যকালে এই সম্পর্ক আরও জোরদার হয়েছে।

তিনি বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য লুইস তেজাদার প্রশংসা করে রাষ্ট্রদূতের মাধ্যমে স্পেনের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি, বিদ্যুৎ ও জ্বালানি এবং নারী উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সাফল্য তুলে ধরেন।

তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক অধিকতর সুসংহত ও গভীর করতে দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বিদায়ী রাষ্ট্রদূত তার দায়িত্বপালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার কার্যকালে বাংলাদেশে সুন্দর সময় অতিবাহিত করেছি।’

রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে স্পেনের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অবহিত করেন। তেজাদা ক্যাকন প্রধানমন্ত্রীর গতিশীল ও বিচক্ষণ নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিদ্যমান সাফল্যের ভূয়সী প্রশংসা করে বলেন, বিশেষ করে জিডিপির ক্রমবিকাশমান প্রবৃদ্ধির ফলশ্রুতিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি অর্জন করেছে।

তিনি বাংলাদেশে বিদ্যুৎ সমস্যা সমাধানে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রশংসা করে বলেন, এসব বিদ্যুৎ কেন্দ্র জিডিপি প্রবৃদ্ধির স্থিতিশীলতা নিশ্চিত করেছে।

স্পেনের রাষ্ট্রদূত বলেন, তার দেশের কোম্পানিগুলো বাংলাদেশে অবকাঠামো, বিদ্যু ও জ্বালানিসহ অন্যান্য খাতে বিনিয়োগে আগ্রহী। এছাড়া বাংলাদেশে বিনিয়োগকারী স্পেনের কোম্পানিগুলোও তাদের ব্যবসায় সম্প্রসারণ করবে।

তেজাদা ক্যাকন ব্যবসায় ও বাণিজ্যের পাশাপাশি দু’দেশের মধ্যকার সাংস্কৃতিক সম্পর্ক জোরদারেও গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।