আচরণ বিধি ভেঙে তাবিথের ইশতেহার


প্রকাশিত: ১০:১৭ এএম, ১৬ এপ্রিল ২০১৫

নির্বাচনী আচরণ বিধি ভাঙলেন ঢাকা উত্তরের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। নির্বাচনী আচরণ বিধি মোতাবেক ডিজিটাল ব্যানার ব্যবহার করা নিষিদ্ধ থাকলেও বৃহস্পতিবার দুপুরে ইশতেহার ঘোষণার সময় তিনি ডিজিটাল ব্যানার ব্যবহার করেন। ইশতেহার ঘোষণার সময় তার পিছনেই টাঙ্গানো ছিল ডিজিটাল ব্যানার।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ), বিধিমালা ২০১০ এর ৬ এর ২ ধারায় ডিজিটাল ব্যানার নিষিদ্ধের কথা বলা হয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ জাগো নিউজকে জানান, নির্বাচনী প্রচারণার সময় প্রার্থীরা ডিজিটাল ব্যানার ব্যবহার করা নিষিদ্ধ।

তবে বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁও গুলশান লিংক রোডে অবস্থিত একটি ভবনে তাবিথ আউয়াল সিটি কর্পোরেশন নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। এ সময় তার পিছনেই টাঙ্গানো ছিল ডিজিটাল ব্যানার।

তাবিথ আউয়াল এ বিষয়ে জাগো নিউজকে বলেন, নির্বাচনে ইশতেহার ঘোষণা সময় পিছনে ডিজিটাল ব্যানার ছিল কিনা তা খেয়াল করেননি তিনি।

তবে ইশতেহার ঘোষণার সময় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালে পিছনে সম্পূর্ণ রঙ্গিন ডিজিটাল ব্যানারের ডান পাশে তার একটি বড় ছবি ছিল। আর বাম পাশে লেখা ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৫ আদর্শ ঢাকা আন্দােলন মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী ইশতেহার ঘোষণা।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আদর্শ ঢাকা আন্দােলনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ, সংগঠনটির সদস্য সচিব শওকত মাহমুদ, ড. মাহবুব উল্লাহ, ড. মাহফুজ উল্লাহ, আবদুল হাই শিকদার, ফাহিমা নাসরিন মুন্নী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, দলটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান প্রমূখ।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।