আগ্রায় ক্যান্টনমেন্ট রেল স্টেশনে জোড়া বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:১১ এএম, ১৮ মার্চ ২০১৭

ভারতের আগ্রার ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগ্রার তাজমহলে হামলার হুমকি দিয়েছিল আইএস। ওই হুমকির পরই শনিবার এ ধরনের হামলার ঘটনা ঘটল। খবর দ্য ইকোনমিক টাইমসের।

শনিবার সকালে আগ্রার ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে একটি আবর্জানা ফেলার স্থান থেকে ময়লা পরিস্কার করছিল একজন পরিচ্ছন্নতা কর্মী। সেসময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর মাত্র কয়েক মিনিট পরেই স্টেশনের কাছেই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই পৃথক বিস্ফোরণের ঘটনায় হতাহতের সংখ্যা জানা যায়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।