ইয়েমেনে শরণার্থী নৌকায় হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২


প্রকাশিত: ০৩:৪৫ এএম, ১৮ মার্চ ২০১৭

ইয়েমেনের উপকূলে সোমালি শরণার্থীদের বহনকারী একটি নৌকায় হেলিকপ্টার থেকে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪২য়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল অরগ্যানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

আইওএম জানিয়েছে, বাব আল মানদেবে শরণার্থীদের ওপর চালানো হামলায় নারী এবং শিশুও নিহত হয়েছে।

শুক্রবার ইয়েমেনে আরো একটি হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের একটি সামরিক ঘাঁটির ভেতরের একটি মসজিদে বিমান হামলার ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় মারিবের কোফাল সেনা ক্যাম্পের মসজিদে দু’টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ইয়েমেন উপকূলে শরণার্থীদের নৌকায় হামলার ঘটনায় যারা নিহত হয়েছেন তারা সবাই সোমালিয়ার বাসিন্দা। নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

হামলার শিকার নৌকাটি থেকে প্রায় ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। এদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারা ওই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।