১৯ বছরে প্রথম আদমশুমারি পাকিস্তানে


প্রকাশিত: ০৫:০৩ এএম, ১৬ মার্চ ২০১৭

প্রায় দুই দশক পর পাকিস্তানে প্রথম আদমশুমারির কাজ শুরু হয়েছে বুধবার। হাজারো তথ্যসংগ্রহকারীর নিরাপত্তা দিতে দেশটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।

সপ্তাহব্যাপী এ কার্যক্রমনে একটি চ্যালেঞ্জ বলেই মনে করা হচ্ছে।

বিশ্বের ষষ্ঠ ঘনবসতিপূর্ণ দেশ পাকিস্তান। রাজনৈতিক কারণে ১৯৯৮ সালের পর থেকে পাকিস্তানে আদমশুমানি হয়নি।

আদমশুমারি থেকে প্রাপ্ত ফল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলতে পারে বলেও ইঙ্গিত দেয়া হয়েছে ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে।

মুসলিম-অধ্যুষিত দেশটিতে সংখ্যালঘুদের বর্তমান সংখ্যা সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

আদমশুমারির জন্য পাকিস্তান পরিসংখ্যান ব্যুরো ১ লাখ ১৯ হাজার কর্মী নিয়োগ করেছে; যারা ঘরে ঘরে ঢুকে তথ্য সংগ্রহ করবে।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।