বিজেপির আদবানী ভারতের পরবর্তী রাষ্ট্রপতি?


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ১৬ মার্চ ২০১৭

কংগ্রেসের দেখানো পথেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি ঠিক করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। ২০১২ সালে দলের প্রবীণ নেতা প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতির আসনে বসিয়েছিল কংগ্রেস। এবার সে পথে হেঁটেই বিজেপির লৌহপুরুষ লাল কৃষ্ণ আদবানীকে রাষ্ট্রপতি করার কথা ভাবছে ভারতীয় জনতা পার্টি।

মঙ্গলবার এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জি নিউজ। ওই প্রতিবেদন অনুসারে রাষ্ট্রপতি পদের জন্য লাল কৃষ্ণ আদবানীর নাম প্রস্তাব করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আদবানীকে রাষ্ট্রপতি করলে তাকে গুরু দক্ষিণা দেয়া হবে বলেও মন্তব্য করেছেন মোদি।

সম্প্রতি গুজরাটের সোমনাথে একটি দলীয় বৈঠকে এই আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে। ওই বৈঠকে নরেন্দ্র মোদির সঙ্গে অমিত শাহ, কেশুভাই পাটেলসহ লাল কৃষ্ণ আদবানীও উপস্থিত ছিলেন। তবে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে বিজেপির কোনো নেতা প্রকাশ্যে কিছু বলেননি। চলতি বছরের জুলাই মাসেই হবে দেশের রাষ্ট্রপতি নির্বাচন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।