ট্রাম্পের নতুন নির্বাহী আদেশও স্থগিত


প্রকাশিত: ০২:৫৮ এএম, ১৬ মার্চ ২০১৭

ভ্রমণ নিষেধাজ্ঞায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশও স্থগিত করেছে হাওয়াইয়ের একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ওই নির্বাহী আদেশ চালু হওয়ার কয়েক ঘণ্টা আগেই তা স্থগিত করা হয়। খবর বিবিসির।   

সরকার এই নিষেধাজ্ঞাকে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে যুক্তি দেখালেও জেলা জজ ডেরিক ওয়াটসন এটাকে সন্দেহজনক বলে উল্লেখ করেছেন।  

প্রেসিডেন্ট ট্রাম্প এই রায়কে নজিরবিহীন বিচারিক কৌশল বলে উল্লেখ করেছেন। ছয়টি মুসলিম দেশের ওপর ৯০ দিনের এবং শরণার্থীদের ওপর ১২০ দিনের নিষেধাজ্ঞায় ট্রাম্প যে নির্বাহী আদেশ জারি করেছিলেন সেই আদেশের ওপরই নতুন করে আদালত নিষেধাজ্ঞা জারি করল।

ট্রাম্প বরাবরই জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ করতেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সমলোচকরা এই নিষেধাজ্ঞাকে পক্ষপাতমূলক বলে উল্লেখ করেছেন।

এ বছরের জানুয়ারিতে প্রথম সাতটি মুসলিম দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। সে সময় সিয়াটলের একটি আদালত ওই নিষেধাজ্ঞা স্থগিত করে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় টেন্নেসির নাসভিলের একটি সমাবেশে হাওয়াই আদালতের এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে দুর্বল হিসেবে উপস্থাপন করেছে বলে উল্লেখ করেন ট্রাম্প।

যতদূর পর্যন্ত নেয়া যায় ট্রাম্প এই মামলাকে নিয়ে যাবেন বলে হুশিয়ারি দিয়েছেন। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবেন। ‘আমরা জয়ী হতে যাচ্ছি’ সমাবেশে এমনটাও বলেছেন তিনি।

যে কয়েকটি অঙ্গরাজ্য ট্রাম্পের নিষেধাজ্ঞা বাতিলের চেষ্টা করছে তার মধ্যে হাওয়াই অঙ্গরাজ্য একটি। এই নিষেধাজ্ঞা মার্কিন সংবিধান লঙ্ঘন করবে বলেও সতর্ক করেছেন আইনজীবীরা। হাওয়াই অঙ্গরাজ্যের তরফ থেকে বলা হচ্ছে এই নিষেধাজ্ঞা বিদেশী শিক্ষার্থী, শ্রমিক এবং পর্যটকদের ক্ষতি করবে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।