আব্বাসের জামিন শুনানির আদেশ ২টার পর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। বুধবার দুপুর ২টার পর এ বিষয়ে আদেশ দিবেন আদালত।
দুপুরে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়। আদালতে আব্বাসের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে সোমবার শুনানি শেষে আব্বাসকে বুধবার আদেশ দেওয়ার আগ পর্যন্ত গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছিলেন আদালত।
উল্লেখ্য, সোমবার দুপুরে তিন মামলায় আগাম জামিন নিতে হাইকোর্টে যান আব্বাস। এর আগে, রোববার মির্জা আব্বাসের পক্ষে তিন মামলায় আগাম জামিনের আবেদন দায়ের করেন তার আইনজীবী। রাজধানীর পল্টন, মতিঝিল ও শাহবাগ থানায় মামলা তিনটি করা হয়।
বিএ/পিআর