বুরুন্ডিতে ম্যালেরিয়ায় ৭শ জনের মৃত্যু


প্রকাশিত: ০৬:৩৩ এএম, ১৫ মার্চ ২০১৭

বুরুন্ডিতে এ বছর ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে সাতশ জনের মৃত্যু হয়েছে। আরো ১৮ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে ম্যালেরিয়া মহামারি আকার ধারণ করেছে।

ওয়ার্ল্ড হেলথ অরগ্যানাইজেশনের (হু) একটি রিপোর্টে মন্তব্য করতে গিয়ে জোসিয়ানে নিজিমবেরে জানেয়েছেন, বুরুন্ডিতে ম্যালেরিয়া মহামারী আকারে ছড়িয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য এ বছরের জানুয়ারি থেকে মার্চের ১০ তারিখ পর্যন্ত বুরুন্ডিতে ১৮ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে।  

কর্তৃপক্ষ জানিয়েছে, শুধুমাত্র জানুয়ারি মাসেই ম্যালেরিয়ায় আক্রান্ত প্রায় সাতশ মানুষের মৃত্যু হয়েছে। এর আগে ২০১৬ সালে ৮২ লাখ মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। সেসময় ম্যালেরিয়ায় আক্রান্ত প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হয়।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।