গোয়ার মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মনোহর পারিকর


প্রকাশিত: ০২:০২ পিএম, ১৪ মার্চ ২০১৭

ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য গোয়া’র মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা মনোহর পারিকর। মঙ্গলবার রাজ্যের গদিতে বসার একদিন আগে কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি।

মঙ্গলবার উত্তর গোয়ার পানাজী শহরের রাজভবনে পারিকরকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল মৃদুলা সিনহা।  আঞ্চলিক রাজনৈতিক দল মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির (এমজিপি) বিধায়ক মনোহর আজগাওকর, স্বতন্ত্র বিধায়ক রোহন খাওন্তেসহ আরও নয়জন শপথ নিয়েছেন।

বিজেপির দুই বিধায়কসহ জোটসঙ্গী গোয়া ফরোয়ার্ড পার্টির তিন ও এমজিপির দুই বিধায়ক মন্ত্রিত্ব পেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহ ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাদকারি শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

৪০ আসনের গোয়ায় রাজ্য সরকার গঠনের জন্য বিজয়ী দলকে ২১ আসনে জয়ী হতে হয়। কিন্তু কোনো দলই এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১৭ আসনে কংগ্রেস ও ১৩ আসনে জয় পায় বিজেপি। মাত্র ১৩ আসনে জয়ী হওয়ার পরও রোববার পারিকর রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানান।

দেশটির সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, বিজেপির ১৩, এমজিপির ৩, গোয়া ফরোয়ার্ড পার্টির ৩ এবং স্বতন্ত্র দুই বিধায়ক বিজেপিকে সমর্থন দিয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২১ বিধায়কের সমর্থন তার কাছে রয়েছে। এরই ভিত্তিতে রাজ্যপাল তাকে সরকার গঠনের জন্য ডেকেছিলেন।

এদিকে সরকার গঠনের জন্য রাজ্যপাল কংগ্রেসকে না ডাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় দেশটির এই বিরোধীদল। দলটি পারিকরের শপথ গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানালেও সর্বোচ্চ আদালত তা অস্বীকার করে। বৃহস্পতিবার আদালত পারিকরকে সরকার গঠনের জন্য বিধানসভায় সংখ্যারগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন