নাইজেরিয়াতে অপহৃত ২১৯ জন স্কুল ছাত্রীদের স্মরণ


প্রকাশিত: ১০:২০ এএম, ১৪ এপ্রিল ২০১৫

নাইজেরিয়াতে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন বোকো হারামের হাতে ২১৯ জন স্কুল ছাত্রী অপহরণের এক বছর পূর্তিতে তাদের স্মরণ করছে দেশটির মানুষজন। “আমাদের মেয়েদের ফিরিয়ে দাও” এমন লেখা ব্যানার নিয়ে মুখে লাল কাপড় বেধে অনেকেই রাস্তার ধারে দাড়িয়ে থেকেছেন তারা।
এই একই স্লোগানে দেশটিতে আন্দোলন চলছে ঘটনার পর থেকে।

অপহৃত একজনের মা জানান, তিনি এখনও মাঝে মাঝে তার মেয়ের কাপড় গুছিয়ে রাখেন। যদি সে ফিরে আসে সেই আশায়।

এক বছর আগে এই দিনে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের চিবক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ঐ স্কুল ছাত্রীদের। ঐ ঘটনার পর বেশ কয়েকবার তাদের দেখা যাওয়ার নানা কথা শোনা গেলেও কখনো তাদের আর খুঁজে পাওয়া যায়নি।

বোকো হারামের পক্ষ থেকে বলা হয়েছে, অপহৃত ঐ মেয়েদের ইসলামের দীক্ষায় ধর্মান্তরিত করে তাদের বিয়ে দেয়া হয়েছে।

এমনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, নাইজেরিয়াতে গত এক বছরে দু`হাজারের মতো মেয়েকে অপহরণ করা হয়েছে।
তাদের অনেককেই ‘যৌন দাসী’ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অপহৃত ২১৯ জন ছাত্রীকে স্মরণ করতে একটি মিছিলের সাথে একই সংখ্যক মেয়ে হেটে যাবে মঙ্গলবার। -বিবিসি

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।