৩ হাজার বছরের পুরনো ফারাও মূর্তি


প্রকাশিত: ০৬:৫১ এএম, ১৪ মার্চ ২০১৭

মিসরের প্রত্নতাত্ত্বিকরা নীল নদের তলদেশ থেকে ৩ হাজার বছরের পুরনো একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি মিশরের রাজা দ্বিতীয় ফারাও রেমিসেসের মূর্তির দেহের অংশ।

egypt
গত সপ্তাহে ওই একই জায়গা থেকে ওই মূর্তিটির মাথার অংশ উদ্ধার করা হয়। রাজধানী কায়রোর কাছে প্রাচীন মিশরের রাজধানী হেলিওপোলিসের ধ্বংসাবশেষের জায়গায় এই মূর্তিটি খুঁজে পাওয়া গেছে।

ফারাও দ্বিতীয় রেমিসেস মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন। সে সময় মিশরের নামডাক বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

egypt
প্রত্নতাত্ত্বিকরা বলছেন, যদি প্রমাণিত হয় যে এটি রাজার আসল মূর্তি তবে তা হবে এক বিরাট ঘটনা। বিষয়টি নিশ্চিত হলে কায়রোর কেন্দ্রীয় যাদুঘরে মূর্তিটির অংশগুলো জোড়া লাগানো হবে।

egypt
কায়রোর সুক আল-খামিস এলাকার নদীর কাছাকাছি জায়গায় খনন করে মূর্তিটি পাওয়া যায়। মিশরীয় এবং জার্মান প্রত্নতাত্ত্বিকদের একটি যৌথ দল তিন টন ওজনের এই মূর্তিটি খুঁজে বের করেছেন। মূর্তিটি এতটাই বড় যে এটি ওঠাতে ক্রেন এবং প্রায় এক ডজন মানুষের সাহায্য নিতে হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।