পুঁজিবাদবিরোধী লেখক এদুয়ার্দো গালিয়ানো আর নেই


প্রকাশিত: ০৮:৪১ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

লাতিন আমেরিকার অন্যতম প্রধান লেখক এদুয়ার্দো গালিয়ানো মারা গেছেন। ক্যান্সারে ভুগে ৭৪ বছর বয়সে সোমবার মন্টেভিডিওতে মারা যান উরুগুয়ের এই পুঁজিবাদবিরোধী গুরুত্বপূর্ণ লেখক।

গালিয়ানোর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছে সাপ্তাহিক ব্রেচা পত্রিকাটি, যেখানে লিখতেন গালিয়ানো।

গালিয়ানোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বের সাহিত্যিক, সাহিত্যানুরাগীসহ বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ।

বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালিস বলেছেন, “বিশ্ব স্বাধীনতার সপক্ষের একজন মায়েস্ত্রোকে হারালো। তাঁর লেখা সবসময় আমাদের সার্বভৌমত্ব আর মর্যাদা পাহারা দিয়েছে”।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তাঁর মৃত্যুকে ‘চরম ক্ষতি’ বলে মন্তব্য করেছেন।

গালিয়ানো সবচেয়ে বেশি পরিচিত তাঁর বই ‘ওপেন ভেইনস অব ল্যাটিন অ্যামেরিকা’র জন্য। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট উগো শ্যাভেজ ২০০৯-এ এই বইটি বারাক ওবামাকে উপহার দেওয়ার পরপরই আমেরিকায় বেস্ট সেলার হয়ে যান গালিয়ানো। এই বইয়ে গালিয়ানো বলেছেন, ইউরোপ আর আমেরিকার উন্নয়ন যোগাতে লাতিন আমেরিকা দরিদ্র হয়ে চলেছে।

সমসাময়িক লাতিন আমেরিকান সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখকদের একজন এদুয়ার্দো গালিয়ানো ফিকশন, ননফিকশনসহ নানা ধরণের লেখা লিখেছেন, যার বেশ কিছু বিশ্বের ২০টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।