কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশির


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ১৩ মার্চ ২০১৭

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী দুই বাংলাদেশি নাগরিকের। নিহত ওই দুই বাংলাদেশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দোহা নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় দুই বাংলাদেশিকে বহনকারী প্রাইভেটারকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত দুইজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), তেলি গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন (৩৫)। আহত অবস্থায় দোহা হামাদ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন সাঙ্গিশ্বর গ্রামের মৃত এছাক ভূঁইয়া ছেলে ওমর ফারুক ভূঁইয়া ওরফে মিয়া (৪০)।

নিহত শহিদুল হাসান সৈকত চৌধুরীর চাচা কাতার প্রবাসী আব্দুল মমিন জানান, শুক্রবার রাত থেকে নিহত দুইজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে কাতারের বিভিন্ন জায়গায় তাদের বিষয়ে খোঁজ নেয়া হয়। সন্ধান না পাওয়ায় কাতারের দোহা নিউ সানাইয়া এলাকার হাসপাতালে ওই দুই বাংলাদেশির মরদেহ পাওয়া যায়।

নিহতদের মরদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রমসচিব রবিউল ইসলাম জানান, নিহত দুইজনের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো হবে। দুই শ্রমিকের কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ ব্যবস্থা করা হবে বলে জানান।

এসআইএস/এমএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।