ইঁদুর মারতে ১৩ কোটি টাকার প্রকল্প


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৩ মার্চ ২০১৭

হ্যামিলনের বাঁশিওয়ালার কথা মনে আছে? জার্মানির হ্যামিলন শহরের ইঁদুর তাড়াতে এসেছিলেন ওই বাঁশিওয়ালা। বাঁশির সুরে শহরের সব ইঁদুরকে বিদায় করেছিলেন ওই জাদুকরি বাঁশিওয়ালা।

কিন্তু আজকের দিনে আর সেই বাঁশিওয়ালা কোথায় পাওয়া যাবে? তাই ইঁদুর মারতে এবার ১৬ লাখ মার্কিন ডলার অর্থাৎ প্রায় তের কোটি টাকা খরচ করতে যাচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিস কর্তৃপক্ষ।

এই টাকায় কেনা হবে ইঁদুর মারার কল আর পরিচ্ছন্নতার যন্ত্রপাতি। শহরটিতে এই মূহুর্তে মানুষের সংখ্যার দ্বিগুণ ইঁদুরের বসবাস। ফলে যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী।

গত ডিসেম্বরেই নগরের প্রসিদ্ধ কয়েকটি পার্ক আর বাগানও বন্ধ করে দেয়া হয়েছে। এখন বাধ্য হয়ে ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নগর কর্তৃপক্ষ।

জার্নাল দ্যু দিমানশে নামের এক সাপ্তাহিক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে মেয়র এ্যান হিডালগো বলেছেন, ইঁদুর মারার ফাঁদ কেনা এবং শহরের রাস্তাভর্তি সিগারেটের শেষাংশ পরিষ্কারে এখন নগর কর্তৃপক্ষ ১৬ লাখ মার্কিন ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে।

সেই সঙ্গে, শহরের রেস্তোরাঁ এবং আবাসিক ভবনগুলোর প্রবেশমুখে আর বেরুনোর পথে বেশি করে এ্যাসট্রে বা ছাইদানি বসানোর জন্য কর্তৃপক্ষকে আদেশ দেয়া হয়েছে।

বলা হচ্ছে, ছাইদানির অভাবে লোকজন সিগারেটের শেষাংশ রাস্তায় ফেলে, আর তাতে ইঁদুরের সংখ্যা বাড়ছে।

প্যারিসে অন্যান্য আবর্জনার সঙ্গে বছরে কেবল দেড়শো টন সিগারেটের শেষাংশ কুড়িয়ে ফেলতে হয় পরিচ্ছন্নতা কর্মীদের।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।