এখনো সমান সুযোগ সৃষ্টি করতে পারেনি ইসি : বিএনপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৩ এপ্রিল ২০১৫

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) এখনো সমান সুযােগ সৃষ্টি করতে পারেননি বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সোমাবার বিকেল ৫টায় নয়াপল্টন দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, বিএনপির বেশিরভাগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে। তাই তারা প্রকাশ্যে আসতে পারছে না। অনেক ক্ষেত্রে প্রার্থীরা নাজেহালের শিকার হচ্ছেন। ইসি মুখে সবাইকে সমান সুযোগ দেয়ার কথা বললেও বাস্তবে এর প্রতিফলন ঘটছে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ও খালেদা জিয়ার মধ্যে পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময় স্বস্থির প্রত্যাশা দেখা দিয়েছে। সুষ্ঠ অবাধ নির্বাচনের মাধ্যমে সরকারকে আস্থা অর্জন করতে হবে।

পহেলা বৈশাল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) অায়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন বলেও জানান তিনি।

এমএম/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।