গোয়ার মুখ্যমন্ত্রী হচ্ছেন মনোহর পারিকর?


প্রকাশিত: ১২:৪২ পিএম, ১২ মার্চ ২০১৭

ভারতের দক্ষিণ-পশ্চিমের রাজ্য গোয়া’র নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৪০ আসনের গোয়ায় জয় পেয়েছে মাত্র ১৩ আসনে। এছাড়া প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ১৭টিতে ও অন্যান্য রাজনৈতিক দল জয় পেয়েছে ১০ আসনে। রাজ্য সরকার গঠনের জন্য ২১ আসনে বিজয়ী হওয়া প্রয়োজন গোয়ায়।

রাজ্যের সরকার গঠন করতে হলে দুই দলকেই নির্ভরশীল হতে হবে রাজ্যের ছোট ছোট রাজনৈতিক দল ও স্বতন্ত্র পদের বিজয়ীদের ওপর। সরকার গঠনে অপেক্ষায় থাকলেও রাজ্যের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিজেপি দলীয় নেতা ও কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকরকে ইতোমধ্যে বিধায়করা গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছেন।

কেন্দ্রের প্রভাবশালী এই মন্ত্রী রোববার সকালে শীর্ষস্থানীয় নেতা নিতিন গাদকারীর সঙ্গে উপকূলীয় এ রাজ্যের একটি পাঁচ তারকা হোটেলে বৈঠক করেছেন। এ সময় অন্যান্য বিজয়ীরাও উপস্থিত ছিলেন; যারা গোয়ায় রাজ্য সরকার গঠনে বিজেপির সহায়ক হতে পারেন। গোয়ায় সরকার গঠনের জন্য বিজেপির এখনো প্রয়োজন আরও ৭টি আসন।

নরেন্দ্র মোদির সঙ্গে মন্ত্রিসভার বৈঠকে মিলিত হওয়ার আগে বিজেপি বিধায়কদের সঙ্গে রোববার সকালে ওই বৈঠক করেন পারিকর।

৪০ আসনের গোয়ায় রাজ্য সরকার গঠনের জন্য বিজয়ী দলকে ২১ আসনে জয়ী হতে হবে। কিন্তু কোনো দলই এই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১৭ আসনে বিজয়ী কংগ্রেস ও ১৩ আসনে বিজয়ী বিজেপি এখন আঞ্চলিক ছোট দলগুলোর দিকে চেয়ে আছে। আঞ্চলিক রাজনৈতিক দল মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টি (এমজিপি) ভারতীয় জনতা পার্টির সাবেক জোট সঙ্গী।

গোয়ায় তিন আসনে জয়ী এই দল বলছে, রাজ্য সরকারের প্রধান হিসেবে যদি মনোহর পারিকরকে নির্বাচন করা হয় তবেই তারা বিজেপির সঙ্গে জোট বাঁধবেন।

এদিকে অপর একটি রাজনৈতিক দল গোয়া ফরওয়ার্ড তিন আসেন জয় পেয়েছে। তারা জোট সঙ্গী হিসেবে কংগ্রেসকে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছে। এক আসনে জয়ী শারদ পাওয়ারের এনসিপি দলও কংগ্রেসের সঙ্গী হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া অপর তিন স্বতন্ত্র পদের বিজয়ীর একজন বিজেপির সমর্থক, অন্য একজন কংগ্রেসের।

সূত্র : এনডিটিভি।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

আরও পড়ুন