দীর্ঘ বিরতির পর সারিকা


প্রকাশিত: ১০:১৯ এএম, ১৩ এপ্রিল ২০১৫

অনেকদিন হলো দেখা নেই মডেল ও অভিনেত্রী সারিকার। বিয়ের পর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন মিডিয়ায় নিয়মিত কাজ করবেন না বলে। তারপর থেকে আর খুঁজ নেই সারিকার।

তবে বিয়ের ঠিক আগে আগে জমিয়ে তুলেছিলেন নিজের ক্যারিয়ারটাকে। কাজ করেছিলেন অসংখ্য নাটক-টেলিফিল্মে। সেগুলোই ঘুরে ফিরে প্রচার হচ্ছে বিভিন্ন টিভি-চ্যানেলে। সেই ধারাবাহিকতায় সোমবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিরতিহীন নাটক ‘যদি তুমি জানতে’। ফারিয়া হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন আরিফ খান। এতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার প্রিয়মুখ নিশো।

নাটকের গল্পে দেখা যাবে, খুব বেশি বয়স হয়নি রাশিকের। সদ্য যৌবনে, নিজের জীবন নিয়ে স্বপ্ন দেখা শুরু। এরমধ্যেই সে আক্রান্ত হয় মরণব্যাধি অসুখে। গান শুনতে পছন্দ করে বলে নিত্য নতুন গানের সিডি কেনা তার একধরনের শখ।

সিডি কিনতে কিনতে সিডির দোকানের এক সেলস গার্লকে তার ভাল লেগে যায়। কিন্তু তার যে মরণব্যাধি। তাই বলা হয়ে উঠে না ভালো লাগার কথা।

প্রতিদিন সিডি কেনার অজুহাতে সে মেয়েটিকে এক পলক দেখে আসে। মেয়েটিও যে রাশিককে খেয়াল করে সেটা সে বুঝতে পারে না। এভাবেই দিন কেটে যায়।

একসময় মেয়েটি খেয়াল করে রাশিক আর দোকানে আসছে না। এভাবে এক মাস কেটে যায়। মেয়েটি একসময় খোঁজ নিয়ে ছেলেটির বাসায় হাজির হয়। ছেলেটির কথা জানতে চাইলে তার মা কান্নায় ভেঙে পড়ে। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘যদি তুমি জানতে’।

সোমবার রাত ১২ টা ২ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিরতিহীন এই নাটক।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।