রাশিয়ায় দাবানলে ৫ জনের মৃত্যু


প্রকাশিত: ০৮:০২ এএম, ১৩ এপ্রিল ২০১৫

রাশিয়ার সাইবেরিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুষ্ক ঘাস থেকে এই দাবানলের উৎপত্তি। দাবানলের কারণে ওই এলাকার কয়েকশো বাসিন্দাকে অন্যত্র সরানো হয়েছে। রোববার রুশ কর্মকর্তাদের বরাদ দিয়ে এএফপি এ খবর জানায়।

খবরে বলা হয়, এ ঘটনায় ৬২ জনকে হাসপাতালে ভর্তি হয়েছে এবং এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। সাইরেরিয়ার দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র ইরিনা ইমেলিয়ানোভা বলেন, দাবানলে তিন পুরুষ ও দুই নারী মারা গেছেন।

সাইবেরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অঞ্চলের প্রায় ৫শ ৬০ জনকে সেখান থেকে সরিয়ে অবকাশকালীন ক্যাম্প বা অস্থায়ী আশ্রয়স্থলে পাঠানো হয়েছে।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ৮টি বিমান ও হেলিকপ্টার, ৫টি পেট্রন এবং ৫ হাজারের বেশি লোককে নিয়োগ করা হয়েছে। তবে প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানায়, দমকল কর্মীরা ঝুঁকির মুখে থাকা ১৬টি গ্রামের আগুন নিভিয়েছে এবং ১৭টি নিয়ন্ত্রণে থাকলেও সেগুলো নেভাতে চেষ্টা চালানো হচ্ছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র রাশিয়ান বার্তা সংস্থাগুলোকে জানায়, ৪২টি গ্রামের ৯শ’রও বেশি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।