বাবার সরাসরি সাক্ষাৎকারে পিচ্চি মেয়ের কাণ্ড


প্রকাশিত: ০৬:১১ এএম, ১২ মার্চ ২০১৭

বিবিসির সঙ্গে সরাসরি সাক্ষাৎকার দিচ্ছিলেন বাবা। ঠিক সে সময়ই তার পিচ্চি মেয়েটা ঘরের ভেতরে ঢুকে নাচানাচি শুরু করলো। বিবিসি ওয়ার্ল্ড টিভিতে দক্ষিণ কোরিয়া বিষয়ে সাক্ষাৎকার দিচ্ছিলেন অধ্যাপক রবার্ট কেলি। হঠাৎ করেই তার দুই শিশু সন্তান ঘরের ভেতরে ঢুকে পড়ে। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভাইরাল হয়ে গেছে। খবর বিবিসির।  

প্রথমেই ঘরের ভেতর ঢুকে রবার্টের পিচ্চি মেয়েটা নাচতে শুরু করে। তার পরেই ঢোকে ছোট্ট ছেলেটাও। তড়িৎগতিতে তখন বাচ্চাদের টেনে বাইরে নিয়ে যান তার স্ত্রী। এই ভিডিও ফেসবুকে ৩ কোটি বার শেয়ার হয়েছে।

রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক যখন তার বাসায় বসে এই সাক্ষাৎকার দিচ্ছেন তখন তার বাচ্চার ঘরে ঢুকে পড়ার কথা তাকে জানান অনুষ্ঠান উপস্থাপক। তখন তিনি হাত দিয়ে মেয়েকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। আর তার মেয়ে আগ্রহ নিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। আসলে পিচ্চি মেয়েটাতো আর এটা বুঝতে পারেনি যে বাবা একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউ দিচ্ছে।

এই ভিডিও শুধুমাত্র সামাজিক মাধ্যমেই নয় এবিসি টিভি চ্যানেল, স্কাই চ্যানেলসহ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় পত্রপত্রিকায় স্থান পেয়েছে।



টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।