সিরিয়ায় জোড়া বোমা হামলায় ৪০ ইরাকি নিহত


প্রকাশিত: ০৬:১০ পিএম, ১১ মার্চ ২০১৭

সিরিয়ার রাজধানী দামেস্ক’এ জোড়া বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২০ জন। নিহতদের সবাই ইরাকের নাগরিক।

শনিবারের এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের বাব আল সগীর কবরস্থানের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি বাসে চড়ে ইরাকি তীর্থযাত্রীরা সেখানে পৌঁছানো মাত্রই বিস্ফোরণটি ঘটান হয়।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জানায়, ইরাকের শিয়া সম্প্রদায়কে লক্ষ্য করেই এই হামলার ঘটনা ঘটেছে। তীর্থ যাত্রীবাহী বাসটি ঘটনাস্থল অতিক্রমের সময় রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটে। এরপর আত্মঘাতী হামলাকারী ঘটনাস্থলে পৌঁছে শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়।

হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।