ভারতে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বেড়ে ২৬ সপ্তাহ


প্রকাশিত: ০৪:৫৯ এএম, ১১ মার্চ ২০১৭

ভারতে কর্মজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে। আগে এ ছুটি ছিল ১২ সপ্তাহ। বৃহস্পতিবার এ ছুটি বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে।

ওইদিন লোকসভার অধিবেশনে সর্বসম্মতিক্রমে এ ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে।  এরআগে ২০১৬ সালে ১১ আগস্ট রাজ্যসভায় বিলটি পাস হয়েছিল।

নতুন এ আইনের ফলে ভারতের প্রায় ১৮ লাখ কর্মজীবী নারী উপকৃত হবেন। তবে বর্ধিত ছুটির এ সুবিধা পাওয়া যাবে প্রথম দুই সন্তানের ক্ষেত্রে। তৃতীয় সন্তানের ক্ষেত্রে ছুটি আগের মতো ১২ সপ্তাহই পাওয়া যাবে।

উল্লেখ্য, বিশ্বে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ সবেচেয়ে বেশি কানাডাতে, সেখানকার নারীরা ৫০ সপ্তাহ ছুটি পেয়ে থাকেন। এরপর বেশি ছুটি পান নরওয়ের নারীরা। তারা পান ৪৪ সপ্তাহ। এনডিটিভি

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।