‘পদ্মভূষণ দেয়া হয় অসৎ লোকদের’


প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ভারতের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় পদক পদ্মভূষণ কিংবা পদ্মশ্রী পদক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দেশটির জনতা দলের (ইউনাইটেড) প্রেসিডেন্ট শারদ যাদব। খবর এনডিটিভি।

তিনি বলেছেন, পদ্মভূষণ কিংবা পদ্মশ্রী পদক দেয়া হয় অসৎ লোকদের। তিনি সমাজতন্ত্র মানসিকতার লোকদের এ পদক ঘৃণাভরে প্রত্যাখানের আহ্বান জানান। শনিবার রাতে মুম্বাইয়ে দলের এক শীর্ষ নেতার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শারদ যাদব বলেন, সমাজবাদী লোকদের (সমাজতন্ত্রী) পদ্মশ্রী ও পদ্মভূষণ পদক ঘৃণাভরে প্রত্যাখান করা উচিৎ। কারণ এ পদকগুলো কেবল তাদের দেয়া হয় যারা অসৎ। এগুলি কেবল সমাজের উচ্চস্তরের লোকদের দেয়া হয়।

তিনি আরও বলেন, কোনো দলিত, আদিবাসী অথবা কৃষক ব্যক্তিত্বের নাম এ বছর পদ্ম-পদকের তালিকায় নেই। আর ৬৮ বছর ধরে এমনই চলে আসছে।

এএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।