নেপালে বাস দুর্ঘটনায় নিহত ২২


প্রকাশিত: ০৬:২১ এএম, ১০ মার্চ ২০১৭

নেপালে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন। বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস পশ্চিমাঞ্চলীয় জাযারকোট জেলার একটি হাইওয়ে থেকে ২শ মিটার নিচে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

প্রধান জেলা কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাওদেল জানিয়েছেন, ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয়েছেন। বাকি নয়জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়েছে। বাসটি কলঙ্গ থেকে খারার উদ্দেশে রওনা দিয়েছিল। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জন আরোহী ছিল।

জেলা পুলিশের প্রধান ভবেশ রিমাল জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আহত বেশ কয়েকজনকে কাঠমুন্ডু এবং নেপালগঞ্জে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। প্রতি বছরই নেপালে সড়ক দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনায় এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।