সুইজারল্যান্ডে মসজিদের ভেতরে মুসল্লি খুন


প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৩ আগস্ট ২০১৪

সুইজারল্যান্ডে গতকাল শুক্রবার জুমার নামাজের সময় মসজিদের ভেতর এক মুসুল্লি গুলিতে নিহত হয়েছে। পুলিশ হ্যান্ডগানসহ একজনকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, সেন্ট গ্যালেন উপশহরে আল-হিজাজি মসজিদে এই হত্যাকা- ঘটে। এ সময় মসজিদটিতে প্রায় ৩০০ মুসুল্লি ছিলেন।

এ নিয়ে তদন্ত চলছে, তবে মুসলিমবিদ্বেষ থেকে এ হত্যাকান্ড- ঘটেছে কি না তা পুলিশ নিশ্চিত নয়। তাছাড়া পারিবারিক জটিলতাও থাকতে পারে এর পেছনে।

মসজিদটিতে প্রধানত আলবেনিয়ান মুসলমানেরা নামাজ পড়ে থাকেন। সেখানে নামাজ পড়ার জন্য ৩৫০ জনের নিবন্ধন রয়েছে। সূত্র : ডেইলি মেইল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।