কাশ্মীরে পাক-ভারত সীমান্তে গোলাগুলি, নিহত ২
ভারতের জম্মু ও কাশ্মিরের আন্তর্জাতিক সীমান্তের কাছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ২২টি তল্লাশি চৌকি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাকিস্তানী সেনারা। এতে কমপক্ষে দুইজন বেসামরিক নাগরিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন।
এ ঘটনাকে সীমান্ত এলাকায় স্মরণকালের সবচেয়ে তীব্র গোলাগুলির ঘটনা হিসেবে মনে করা হচ্ছে। শনিবার ভোর থেকে শুরু হওয়া এ গোলাগুলি শেষ খবর পাওয়া পর্যন্ত চলছিল। গোলাগুলিতে এক বিএসএফ জওয়ানও আহত হয়েছেন।
পাকিস্তানী সেনারা আরনিয়া ও আরএস পুরা সেক্টরে অবস্থিত বিএসএফের তল্লাশি চৌকিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারি থেকে মাঝারি মেশিনগান নিয়ে গুলি চালায়।
হতাহত বেসামরিক নাগরিকরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। আহতদের জম্মু মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সূত্র : এনডিটিভি