মাওয়া-কাওড়াকান্দি ঘাটে দীর্ঘ যানজট


প্রকাশিত: ০৫:০৬ এএম, ২৩ আগস্ট ২০১৪

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। প্রতিটি ফেরি পারাপারে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুন সময় বেশি লাগছে। ফলে ঘাটের দুইপাশে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট।

মাওয়া চৌরাস্তা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাকের জট দেখা গেছে। আটকা পড়েছে যাত্রীবাহী বাসও।

তবে পণ্যবাহী ট্রাক আটকা পড়ার বিষয়টি স্বীকার করলেও যাত্রীবাহী পরিবহনে কোনো জট নেই বলে জানিয়েছেন মাওয়া পুলিশ ফাঁড়ির সহকারী পরিদর্শক (এসআই) খালিদ খন্দকার।

১৯ আগস্ট রাতে ৩ নাম্বার রো রো ফেরিঘাট পদ্মার ভাঙনে বিলীন হওয়ায় ২টি ফেরিঘাট দিয়ে ফেরি পারাপার সচল রাখা হয়েছে। ৩ নাম্বার রো রো ঘাটটি অস্থায়ী ভাবে ২ নাম্বার ঘাটে স্থানান্তর করা হয়েছে। তবে একসঙ্গে একাধিক ফেরি ঘাটে ভিড়তে না পারায় সমস্যা দেখা দিয়েছে। একটি না ফেরি না ছাড়া পর্যন্ত ঘাটে আরেকটি ফেরি এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।