এবার ব্রিটিশ পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা ট্রাম্পের
এবার ব্রিটিশ পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিকরা হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবেন না।
যুক্তরাষ্ট্রের বাইরের কোনো নাগরিক হোয়াইট হাউসে প্রবেশ করতে চাইলে তাকে অবশ্যই সহায়তার জন্য নিজ নিজ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাদের এ জন্য আগে থেকেই আবেদন করতে হবে।
ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস সম্প্রতি একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে জানানো হয়েছে, বিদেশী নাগরিকরা হোয়াইট হাউসে সফর করতে চাইলে তাদের অবশ্যই নিজেদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে।
টিটিএন/জেআইএম