ওবামা-রাউল করমর্দন
যুক্তরাষ্ট্রের প্রসিডেন্ট বারাক ওবামার সঙ্গে করমর্দন করেছেন দেশটির চির বৈরী কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো। শুক্রবার পানামা সিটিতে আমেরিকা মহাদেশের সপ্তম শীর্ষ সম্মেলন শুরুর আগে চির বৈরী এ দুই দেশের নেতা এ করমর্দন করেন। খবর রয়টার্স।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দুই নেতার করমর্দনের তথ্যের সত্যতা নিশ্চিত করে বলা হয়েছে, ওবামা ও রাউলের মধ্যে অনানুষ্ঠানিকভাবে সংক্ষিপ্ত কথাবার্তা হয়েছে।
খবরে বলা হয়, মধ্য আমেরিকার দেশ পানামায় শুক্রবার উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর শীর্ষ সম্মেলনে (এসওএ-সামিট অব দ্য আমেরিকাস) মুখোমুখি হন এই দুই নেতা। সম্মেলনে ৩০টি দেশের প্রেসিডেন্টরা যোগ দিয়েছেন।
সম্মেলন শুরু হওয়ার আগে একটি ছবিতে দেখা যায়, ওবামা ও রাউল উভয়ই টাই, সাদা শার্ট এবং কালো রঙের স্যুট পরা। তারা পরস্পরের সঙ্গে হাত মিলিয়েছেন।
উল্লেখ্য, স্নায়ুযুদ্ধকালীন দীর্ঘ বৈরীতার ইতি টেনে যুক্তরাষ্ট্র ও কিউবা গত জানুয়ারি থেকে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে ওবামা ও রাউল যে আন্তরিক, এসওএ সম্মেলনে তাদের করমর্দন সেই ইঙ্গিত করে। এসওএ সম্মেলনে এবারই প্রথম অংশ নিয়েছে কমিউনিস্ট দেশ কিউবা।
এএইচ/একে/আরআই