ব্রেক্সিট: দ্বিতীয় দফার ভোটেও সরকারের পরাজয়


প্রকাশিত: ০৬:৫৬ এএম, ০৮ মার্চ ২০১৭

ব্রেক্সিট বিলে দ্বিতীয়বারের মতো ধাক্কা খেয়েছে ব্রিটেন। দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস দ্বিতীয় দফায় ব্রেক্সিট বিল প্রত্যাখ্যান করেছে। বেক্সিট প্রক্রিয়ার চূড়ান্ত শর্তগুলো নিয়ে সংসদীয় পর্যায়ে একটি অর্থপূর্ণ ভোটের আহ্বান জানানো হয়েছিল। খবর বিবিসির।

পার্লামেন্ট সদস্যরা ওই ভোটের ফলাফলকে হতাশাজনক বলেছেন। বিলটি হাউজ অব কমন্সে ফিরে এলে ভোটের ফলাফল উল্টে দেবার ঘোষণা দিয়েছেন তারা।

দলের সিদ্ধান্তের বাইরে ভোট দেয়া ১৩ জন টোরি সদস্যের একজন লর্ড হেসেলটাইন। তিনি বলেছেন, দলের বিপক্ষে থাকায় আঞ্চলিক প্রবৃদ্ধি বিষয়ক সরকারের উপদেষ্টা পদ থেকে তাকে বাদ দেয়া হয়েছে।

এর আগে ইউরোপীয় নাগরিকদের অধিকার নিশ্চিতের ইস্যুতে গণভোটে হেরে গিয়েছিল ব্রিটেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।