রাণীনগরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১১ এপ্রিল ২০১৫

নওগাঁর রাণীনগরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুর পৌনে ২টারি দিকে রাণীনগর-আবাদপুকুর সড়কের পুঠিয়া আজিজুর রহমান মেমোরিয়াল একাডেমির পূর্ব পার্শে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, আত্রাই উপজেলার গোয়ালবাড়িয়া গ্রামের শহিদুল ইসলাম (৪৬), ও নওগাঁর ফারুক হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৮)।

আহতরা হলেন, আত্রাই উপজেলার দেবনগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে বিদ্যুৎ প্রামাণিক (৩২), সদর উপজেলার পার-নওগাঁ মহল্লার আতোয়ার রহমানের স্ত্রী নাজু বেগম (৩০), নাটোরের সিংড়া উপজেলার কান্দিনগর গ্রামের মোহরত আলীর ছেলে রুহল আমিন ও রাণীনগর উপজেলার সিংগার পারার দুলাল হোসেনের ছেলে মহসিন আলী (২৬)। আরেক জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।

এদের মধ্যে দুইজনকে রাণীনগর ও তিনজনকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ট্রাকটি নওগাঁ থেকে আবাদপুকুর যাচ্ছিল এবং সিএনজিটি আবাদপুকুর থেকে নওগাঁ যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে রাণীনগর থানা পুলিশের ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়েছে এবং এলাকার করজগ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি আটক করতে পারলেও চালককে খুঁজে পাওয়া যায়নি ।
 
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম এবং এএসপি (সার্কেল) কানাইলাল সরকার ও এমপি সুলতানা পারভিন বিউটি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহত ও আহতদের খোঁজ খবর নেন।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।