রুমের দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পরিবর্তনে অধ্যক্ষ’র না!


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০৭ মার্চ ২০১৭

ছাত্রীদের পোশাক পরিবর্তনে নিয়ম বেধে দিয়ে বিতর্কের মুখে পড়েছেন ভারতের কেরালা অঙ্গরাজ্যের এক কলেজ অধ্যক্ষ। এর আগেও ওই অধ্যক্ষ বিতর্কিত একাধিক নির্দেশনা জারি করে সমালোচনার মুখে পড়েছিলেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কেরালার উপাসনা কলেজ অব নার্সিংয়ের ছাত্রীদের জন্য নতুন নিয়ম জারি করেছেন কলেজ অধ্যক্ষ। কলেজ হোস্টেল কক্ষে ছাত্রীদের পোশাক পরিবর্তনের উপর বিধি-নিষেধ আরোপ করেছেন তিনি।

আবাসিক এই কলেজের অধ্যক্ষ’র জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে পোশাক পরিবর্তন করার সময় রুমের দরজা বন্ধ করতে পারবেন না হোস্টেলের ছাত্রীরা।

এই নির্দেশনার পেছনে কলেজ অধ্যক্ষ’র যুক্তি, পোশাক পরিবর্তনের নামে ঘরের দরজা বন্ধ করে অনৈতিক কাজে লিপ্ত হয় ছাত্রীরা। মোবাইল ব্যবহার করে অনৈতিক কাজ ছাড়াও অনেক সময় সমকামিতায় লিপ্ত হয় তারা।

ছাত্রীদের এই অনৈতিক কাজ ঠেকাতেই নির্দেশনা জারি করা হয়েছে বলে জানান অধ্যক্ষ। তিনি বলেন, পোশাক পরিবর্তনের সময় রুমের দরজা বন্ধ করে তার সামনে চেয়ার রেখে দিতে পারবে ছাত্রীরা।

এর আগেও কেরালার কল্লাম জেলার ওই অধ্যক্ষ ছাত্রীদের বিরুদ্ধে পর্ণ দেখার অভিযোগ এনে লাইব্রেরিতে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছিলেন। এদিকে পোশাক পরিবর্তনে নতুন নির্দেশনা জারি করা অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে কলেজের শিক্ষার্থীরা।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।