ইমরান খানসহ তেহরিকের সব সাংসদের পদত্যাগ


প্রকাশিত: ০২:৩০ পিএম, ২২ আগস্ট ২০১৪

ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাংসদেরা পাকিস্তানের পার্লামেন্ট থেকে পদত্যাগ করেছেন। আজ শুক্রবার স্পিকারের কার্যালয়ে ইমরানসহ ৩৪ জন আইনপ্রণেতার পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেন দলটির নেতা শাহ মাহমুদ কোরেশী, আরিফ আলভি ও শিরিন মাজারি।

তেহরিক-ই-ইনসাফের নেতা মুরাদ সাঈদ বলেন, আমরা আগেই আমাদের চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র দিয়েছি। এবার জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করলাম।  তিনি আরও বলেন,  আমাদের ভবিষ্যত্ কর্মসূচি খুব পরিষ্কার। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, একটি স্বাধীন নির্বাচন কমিশন, নির্বাচনে কারচুপির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি ও প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই।

পিটিআই পার্লামেন্ট বা জাতীয় আইন পরিষদ ছাড়াও পাখতুনখাওয়া বাদে অন্য সব প্রাদেশিক পরিষদ থেকেও পিটিআইর সদস্যরা পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে । পাখতুনখাওয়া প্রদেশে তেহরিক-ই-ইনসাফ সরকার গঠন করেছে।

এদিকে পিটিআইয়ের সংসদ সদস্যদের পদত্যাগপত্র পার্লামেন্টে গৃহীত হবে কি না, এ প্রসঙ্গে পাকিস্তানের নির্বাচন কমিশনের সাবেক সচিব কানওয়ার দিলশাদ জানান, বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পরই তাঁদের সংসদ সদস্যপদ রহিত হয়ে যাওয়ার কথা। তিনি বলেন, গণমাধ্যমের সামনেই যেহেতু তাঁরা পদত্যাগপত্র দিয়েছেন, তাই তা গৃহীত না হওয়ার কোনো কারণ নেই। সূত্র- দ্য ডন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।