আগৈলঝাড়ায় কৃত্রিম প্রজনন কেন্দ্রের বেহাল দশা
জরাজীর্ণ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলায় অবস্থিত প্রাণি সম্পদের কৃত্রিম প্রজনন কেন্দ্র। ১৯৬১ সাল থেকে উপজেলার গৈলা রথখোলা নামক স্থানে সরকারিভাবে একটি পরিত্যক্ত দ্বিতল ভবনে প্রতিষ্ঠিত হয় উত্তর বরিশালের এ কৃত্রিম প্রজনন কেন্দ্রটি। সরকার কর্তৃক লিজ গ্রহণ করা এই ভবনটিতেই প্রায় চার যুগ ধরে কাজ চলছে। অদ্যাবদি ওই ভবনটিতে কখনো কোনো ধরনের মেরামত বা সংস্কারের কাজ করা হয়নি।
অনেক আগে থেকেই ভবনটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেদিকে কোনো নজর দেয়নি। ভবনের উপরে ও দেয়ালে নানা ধরনের গাছপালা জন্মেছে। প্রতিনিয়ত ছাদ ধ্বসে সুরকি, পলেস্তারা ও ইটের ভগ্নাংশ পড়ছে। এ উপজেলায় প্রাণি সম্পদের চিকিৎসার আর কোনো কেন্দ্র নেই। প্রতিদিন দূরদূরান্ত থেকে গবাদিপশু নিয়ে লোকজন এখানে এসে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এ ব্যাপারে কৃত্রিম প্রজনন কেন্দ্রের এফএএআই মো. নুরউদ্দিন জানান, এই কৃত্রিম প্রজনন কেন্দ্রের ভবনটি যেকোনো সময় ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ভবনটির পাশ দিয়ে গৈলা বাজারে যাওয়া আসার জন্য রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক সবসময় আতঙ্কের মধ্যে যাতায়াত করেন। ভবনটির চারপাশের দেয়ালে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বর্তমানে ভবনের একটি অংশ ভেঙে পড়েছে।
এই ভবনটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ২৫-৩০ বার আবেদন করার পরেও কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে মো. নুরউদ্দিন জানান।
স্থানীয়ভাবে জানা গেছে, কৃত্রিম প্রজনন কেন্দ্রটি ১ একর ৩২ শতাংশ জায়গা নিয়ে নির্মিত। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী দখল করে নেয়ায় বর্তমানে জায়গার পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ৪০ শতাংশে। অনতিবিলম্বে ভবনটি পুনঃনির্মাণ ও সম্পত্তি দখলমুক্ত করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এলাকার জনসাধারণ।
এমজেড/আরআইপি