জাপানের মার্কিন ঘাঁটি লক্ষ্য উত্তর কোরিয়ার


প্রকাশিত: ০৩:২৭ এএম, ০৭ মার্চ ২০১৭

জাপানে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালিয়েছে উত্তর কোরিয়া। মঙ্গলবার পিয়ংইয়ংয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন সেনা ঘাঁটিতে আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া।

এ কারণেই দেশটি চারটি দুরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্রই জাপানের অর্থনৈতিক এলাকায় আঘাত হেনেছে।

ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণের সময় এর সভাপতিত্ব করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং ইন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছ, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর কোরীয় দ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সোমবার স্থানীয় সময় সকালে ব্যালিস্টিক মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয়। একটি সামরিক ইউনিট পুরো কাজ তদারকি করেছে।

জাপানে অনেকগুলো মার্কিন ঘাঁটি রয়েছে। জাপানে যুদ্ধোত্তর নিরাপত্তা জোটের সঙ্গে মার্কিন সেনারা কাজ করছেন।

উত্তর কোরিয়া থেকে ৬শ মাইল দূরে জাপান সাগরে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে সোমবার এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নতুন হুমকি।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।