বাজ পড়ে ভাঙল উড়ন্ত বিমানের নাক


প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১০ এপ্রিল ২০১৫

আইসল্যান্ড থেকে ডেনভারগামী এক বোয়িং বিমানে ঘটল এক মারাত্মক কাণ্ড। বাজের আঘাত ভেঙে গেল ওই বিমানের সামনের অংশ। অথচ তা টেরই পেলেন না চালক।

বৃহস্পতিবার রাতে এমন ভাঙা নাক নিয়েই বিপজ্জনকভাবে আট ঘণ্টা ধরে ৩ হাজার ৭০০ মাইল পথ পেরিয়ে উড়ে চলল সেই বিমান।

অবশ্য ভাগ্যক্রমে ডেনেভার বিমানবন্দরে যাত্রীদের নিয়ে নামে বিমানটি। যাত্রীরা কেউ আহত হননি। তবে কী করে সামনের অংশ ফুটো থাকার পরেও কোনও বিপদ ঘটল না তা নিয়ে যাত্রীরা অবাক।

যাত্রীরা অবশ্য বললেন, তারা বুঝতে পেরেছিলেন টেক অফের সামান্য পরেই এই বিমানে বাজ পড়েছে।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।