উবার অ্যাপের ত্রুটি ধরিয়ে দিয়ে সারাজীবন ফ্রি-রাইড পেলেন হ্যাকার


প্রকাশিত: ১০:০৪ এএম, ০৬ মার্চ ২০১৭

মার্কিন পরিবহন কোম্পানি উবারের অ্যাপে নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আজীবন ফ্রি-রাইড উপহার পেয়েছেন ভারতের ব্যাঙ্গালুরুর এক হ্যাকার। উবার অ্যাপের নিরাপত্তা ঘাটতি দেখিয়ে দেয়ায় ব্যাঙ্গালুরুর এই হ্যাকার ভারতসহ বিশ্বের যেকোনো দেশেই এখন থেকে উবারের সেবা পাবেন বিনামূল্যে।

ভারতীয় ওই হ্যাকারের নাম আনন্দ প্রকাশ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোভিত্তিক পরিবহন কোম্পানি উবারের কাছে অনুমতি নিয়েই উবার অ্যাপের ছোট নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেন আনন্দ প্রকাশ।

উবার অ্যাপ্লিকেশনে এমন একটি জায়গা ছিল; যা ব্যবহার করে বিনা পয়সায় উবার রাইড নিতে পারতেন গ্রাহকরা। বিশ্বের ৫২৮টি শহরে উবার সেবা চালু আছে। সর্বত্রই উবারের ত্রুটিতে ফ্রি-রাইডের ব্যবস্থা ছিল। উবারের লোকসানের পথ বলে দিয়ে আনন্দ প্রকাশ নিজে জিতে নিয়েছেন ফ্রি-রাইডের পুরস্কার। জি নিউজ।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।