খালেদার সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো অব্যাহত আছে : তথ্যমন্ত্রী


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১০ এপ্রিল ২০১৫

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার এই ঘরে ফেরা গণতন্ত্রে ফেরা নয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এখনো সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত আছে। শুক্রবার সকাল ১০টায় কুষ্টিয়া সর্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, এই সিটি কর্পোরেশন নির্বাচনে অনেকেই সন্ত্রাসী কর্মকাণ্ডকে হালাল করার পথ হিসেবে ব্যবহার করছেন। নির্বাচন কমিশন সকল প্রার্থীদের ক্ষেত্রে সমান সুযোগ দেবে, কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের রেহাই দেবে না সরকার। বেগম খালেদা জিয়ার সমর্থন নিয়ে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন তারা পোড়া মানুষের গন্ধ গায়ে মেখেছেন।

কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে ইনু বলেন, রায় চূড়ান্ত হয়ে গেছে, আদালত তার কার্যক্রম সম্পন্ন করেছে। শেষ একটা বিচারিক ব্যবস্থা আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার বিষয়। সে কারণে কামারুজ্জামান সেই সুযোগটা পাচ্ছেন। সর্বশেষ সুযোগটা কার্যকরী হওয়ার পরেই কেবল প্রশাসন আদালতের নির্দেশ কার্যকর করতে পারে। ধীরস্থিরভাবে আদালতের এবং আইনের সব পথ ও সিড়িগুলো অতিক্রম করে প্রশাসন আদালতের সিদ্ধান্ত কার্যক্রম করবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, যে মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, এই প্রত্যেকটা খুন বেগম জিয়ার নির্দেশে পরিকল্পিত কর্মকাণ্ড। বেগম জিয়ার নামে খুনের মামলা তৈরি হচ্ছে। এসব মামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত পৃথকভাবে কাজ করবে। বেগম খালেদা জিয়া কোনো মামলা থেকেই রেহাই পাচ্ছেন না। এই নির্বাচনের সুযোগ নিয়ে উনি দম ফেলার কৌশল নিয়েছেন। তবে মানুষ পুড়িয়ে হত্যার মামলা থেকে উনি রেহাই পাবেন না। বাংলাদেশের রাজনীতিতে আগুন সন্ত্রাসীরা থাকবে না।

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন প্রমুখ। পরে সার্কিট হাউজে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এমজেড/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।