পশ্চিমাঞ্চলীয় মসুল পুনর্দখলে ইরাকি বাহিনীর অভিযান


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৬ মার্চ ২০১৭

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে ইরাকের মসুল শহরটি পুর্দখলের জন্য অভিযান শুরুর পর সবচেয়ে বড় সংঘর্ষ চলছে শহরটির পশ্চিম অংশে।

ইরাকি বাহিনীর একজন সামরিক কমান্ডার জানিয়েছেন, অভিযান শুরুর পর এখানেই তারা তীব্র সংঘর্ষে জড়িয়ে পরেছে। ইরাকের এই শহরের প্রাচীন অংশের সরকারি ভবনগুলো থেকে তারা এখন মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থান নিয়েছেন।

শহরে এই অংশটি জঙ্গিদের হাত থেকে পুনর্দখল করা হয়েছিল। কিন্তু চলতি বছরের জানুয়ারিতে পশ্চিম মসুল আবারো দখল করে নেয় আইএস।

দু’সপ্তাহ আগে আইএসের কাছ থেকে আবারো মসুল দখলের জন্য অভিযান শুরু করে ইরাকি বাহিনী। এই অভিযানে তাদের সহায়তা করছে মার্কিন বাহিনী।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বলছে, ১৯শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মসুল পুনরুদ্ধারের সংঘর্ষে অন্তত ৪৫ হাজার সাধারণ মানুষ শহরটি ছেড়ে পালিয়েছে।

তাদের হিসেব অনুযায়ী, গেল বছরের অক্টোবর থেকে অন্তত দুই লাখের বেশি অধিবাসী শহর ছেড়ে পালিয়েছে। শরণার্থী শিবির খুলে সাধারণ মানুষকে আশ্রয় দেবার চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দাতব্য সংস্থা।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।