এক বিয়ের অতিথিই ৩০ হাজার


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ০৬ মার্চ ২০১৭

ভারতে প্রায়ই আলোচিত হয় নানা ব্যয়বহুল বিয়ের আয়োজন। দেশটিতে চরম দারিদ্র্যের মধ্যে বাস করছেন বহু মানুষ। যেখানে একমুঠো খাবারের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেখানে কোটি কোটি টাকা ব্যয়ে বিয়ের আয়োজন অমানবিকই বটে।

বিয়েতে এমন লাগামহীন ব্যয়ের রাশ টেনে ধরতে গেল মাসেই বিল উত্থাপন করা হয়েছে সংসদে। তবে এরই মধ্যে দেশটির ক্ষমতাসীন দলের এই আইনপ্রণেতার বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

মহারাষ্ট্রের বিধানসভার সদস্য এবং রাজ্য বিজেপির সভাপতির ছেলে সন্তোষ রাওসাহেব পাটিল ডানবের বিয়ে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। আওরঙ্গবাদের জবিন্দ এস্টেট লনে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ বিয়েতে অতিথিই ছিলেন ৩০ হাজার, রাজপ্রাসাদের আদলে সাজানো হয়েছিল বিয়ের আসর।

সন্তোষ রাওসাহেব ভোখারদানের এমএলএ। তার এই অঞ্চল গত দুই বছরে ধরে খরার কবলে রয়েছে।

এ বিয়ের রাজকীয় কারবার শুরু হয় বিয়ের আগে থেকেই। ২৪ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছিলেন সন্তোষ। ড্রোন ক্যামেরায় ধারণা করা ওই ভিডিওতে রয়েছে গ্র্যান্ড পিয়ানো, বিলাসবহুল গাড়ির উপস্থিতি।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।