ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত


প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১০ এপ্রিল ২০১৫

ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনের ১৬তম দিনে সৌদি বিমানগুলো দেশটিতে কয়েক দফা হামলা করেছে। শুক্রবার ভোরে রাজধানী সানার কাছে অবস্থিত ইয়েমেনি বিমানবাহিনীর সদর দফতরে হামলা করেছে সৌদি জঙ্গি বিমানগুলো। অবশ্য এ সব হামলায় সৌদি লক্ষ্য কতোটা অর্জিত হয়েছে এখনো সে বিষয়ে মুখ খোলেনি সৌদি আরব।

এ ছাড়া ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের ওপর গোলা ফেলেছে সৌদি জোটের যুদ্ধজাহাজগুলো। অবশ্য সৌদি এই সর্বশেষ হামলাগুলোর হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

এদিকে গতকালও সৌদি জঙ্গি বিমানগুলো ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনগুলোতে হামলা করেছে। রাজধানী সানার কেন্দ্রস্থলে এ সব ভবন স্থাপিত। সানার দক্ষিণে ফজর আত্তান পাহাড়ে অবস্থিত দেশটির রিপাবলিকান গার্ডের অবস্থান এবং গার্ড বাহিনীর একটি ঘাটিতেও বিমান হামলা হয়েছে।

গত মাসের ২৬ তারিখ থেকে শুরু হওয়া সৌদি আগ্রাসনে ইয়েমেনে শত শত মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন হাজার হাজার মানুষ। হতাহতের বেশির ভাগই নারী ও শিশু।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।